ফরিদপুরে ২৫শে মার্চে’র শহীদদের শ্রদ্ধা জানালো ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি
১৯৭১ সালের ২৫শে মার্চ ফরিদপুর স্টেডিয়ামের গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি।
সোমবার রাত ৮টায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সেদিনের নৃসংশতার নিহত শহীদদের স্মরণ করে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের উক্ত স্থানে ১ মিনিট নিরবতা পালন, মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মোঃ সাজ্জাদুল হক (সাজ্জাদ)-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পি.কে. সরকার, সাংবাদিক বিজয় পোদ্দার, শহীদ পরিবারের সদস্য অমর সাহা তপু, পরিতোষ সাহা গজেন, পূর্ণচন্দ্র বিশ্বাস মোঃ সেলিম মীর, মুরাদ হোসেন, আশিক কোরাইশী, রোদন ঢালীসহ প্রমুখ। সংগঠনের সভাপতি তার প্রতিক্রিয়ায় বলেন, তৎকালীন এমপি ও ভাষা সৈনিক ইমাম উদ্দিন আহমেদ ১৯৭২ সালে এই স্থানটিকে প্রথম গণকবর স্মৃতি স্তম্ভ নির্মাণ করেছিলেন। আজ যেখানে স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে সেটি প্রকৃত স্থান থেকে দূরে। তাই আমরা সেদিনের মূল স্থানটিতেই শ্রদ্ধা জানালাম।
What's Your Reaction?