ফরিদপুরে ৫ দিনব্যাপী কাপ স্কাউট ইউনিট লিডার ‌বেসিক কোর্স উদ্বোধন ‌

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 2, 2024 - 22:22
 0  7
ফরিদপুরে ৫ দিনব্যাপী কাপ স্কাউট ইউনিট লিডার ‌বেসিক কোর্স উদ্বোধন ‌

ফরিদপুরে ৫ দিন ব্যাপী ৮১৯  ও ৮২০ তম কাপ স্কাউট ইউনিট লিডার ‌বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

আজ রবিবার ফরিদপুরের পিটিআই তে বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের পরিচালনায় বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলা ‌ ও পিটিআই ‌ ফরিদপুরের ‌ ব্যবস্থাপনায় ‌ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ‌ প্রধান অতিথি ও উদ্বোধক ‌ ছিলেন ‌ পিটিআই এর সুপারএন্টেন্ট কৃষ্ণা রানী বসু। এ সময় অন্যন্যের  মধ্যে বক্তব্য রাখেন ‌বাংলাদেশ স্কাউটের উপপরিচালক ‌শামিমুল ইসলাম ‌, ফরিদপুর জেলা স্কাউটের সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা স্কাউটের সহকারী কমিশনার ‌আলিমুজ্জামান রনী, স্কাউটার ইলিয়াস আহমেদ , স্কাউটার হাবিবুর রহমান স্কাউটার  জাহাঙ্গীর মণ্ডল ‌ প্রমূখ। 
উক্ত কোর্সে১২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow