ফরিদপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ফরিদপুর সদর উপজেলায় ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। অভিযোগ রয়েছে, কিশোরটি শিশুটিকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৮ মার্চ) বিকালে শিশুটির বাবা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার বর্ণনায় জানা যায়, অভিযুক্ত কিশোরটি শিশুটিকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে তার বাড়ি থেকে নিয়ে যায়। পরে স্থানীয় একটি মেহগনি বাগানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। অভিযুক্ত কিশোর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
শিশুটিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে, অভিযুক্ত কিশোরকে শিশু সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান এ বিষয়ে জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে কিশোর আদালতের মাধ্যমে শিশু সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, "এ ধরনের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান শূন্য সহনশীলতা।"
স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং দোষী ব্যক্তির দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ঘটনা শিশু নির্যাতন ও নারী নির্যাতন প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। স্থানীয় প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে এ ধরনের ঘটনা প্রতিরোধে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে স্থানীয়রা।
What's Your Reaction?






