ফরিদপুরে ৮ম শ্রেণির ছাত্র সাব্বির হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 29, 2024 - 17:33
May 29, 2024 - 18:21
 0  5
ফরিদপুরে ৮ম শ্রেণির ছাত্র সাব্বির হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে অটোরিক্সা ছিনতাই করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর ধারায় ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো জেলার সদর উপজেলার লোকমানখার ডাঙ্গি গ্রামের মজিবর শেখের ছেলে আছমত শেখ(১৮) ও কাশেম মোল্যার ছেলে সাগর মোল্যা(২১)।

মামলা সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আলমগীর বিশ্বাস ঘোড়ার গাড়ি ও অটোরিক্সা দ্বারা জীবিকা নির্বাহ করতো। তার ছেলে ওই ইউনিয়নের পদ্মার চর হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র সাব্বির বিশ্বাস স্কুল বন্ধ থাকায় গত ২০২২ সালের ১ এপ্রিল সকালে বাড়তি কিছু উপার্জনের আশায় বাবা আলমগীর বিশ্বাসের ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আশায় অনেক খোঁজা খুজির পরে ২ এপিল সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর ভাষানচর গ্রামের মাঠের মধ্যে ছেলের লাশের সন্ধ্যান পায়।
সেসময় নিহত সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস কোতয়ালী থানায় অজ্ঞাত নামা আসামী করে ব্যাটারী চালিত রিক্সা ছিনতাই ও হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তকালে ঘটানার ২৪ দিন পরে রিক্সা ছিনতাই ও হত্যা করে লাশ গুমের সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) মোঃ সানোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে স্কুল ছাত্র সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষ বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামী আছমত শেখ ও সাগর মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ড প্রত্যেক কে ৫০ হাজার টাকা জরিমান এবং ৩৯৪ ধারায় উভয় আসামীকে ৫ বছরের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow