ফরিদপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Nov 8, 2024 - 23:34
 0  4
ফরিদপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান 

ফরিদপুর জেলা সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এইচ এম শহিদুল্লাহর সভাপতিত্বে শুক্রবার বিকেল চারটায় শহরের জেলা পরিষদের অডিটোরিয়ামে এ
 সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক উপদেষ্টা  প্রফেসর আব্দুত তাওআব,প্রধান উপদেষ্টা মাওলানা বদর উদ্দিন, ব্যবস্থাপক শেখ আব্দুল হাদী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ইসলামী এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিবেশনায় ছিল সাইমুম শিল্পীগোষ্ঠী, ঝংকার শিল্পীগোষ্ঠী ও প্রতিভা শিল্পীগোষ্ঠীর সদস্যরা। 
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে ‌ বক্তারা বলেন -গত ৫ আগস্ট সরকার পতনের পরে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পেরে তারা উচ্ছসিত। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এ ধরনের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন প্রায় অসম্ভব ছিল। বহি:বিশ্বের অপসংস্কৃতির অপকারিতা সম্পর্কে তুলে ধরে ইসলামী নিয়ম অনুযায়ী  সংস্কৃতি চর্চায় উপস্থিত দর্শকদের উদ্বুদ্ধ করেন। সংস্কৃতিক অনুষ্ঠানে  গান,  ইসলামী গজল, কবিতা আবৃত্তি, নাটিকা সহ বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর ‌ সার্বিক সহযোগিতায় ছিল সাউদার্ন  জেনারেল হাসপাতাল, ফরিদপুর ও দারুল কুরআন মডেল মাদ্রাসা।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow