ফরিদপুরে"নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার,চ্যালেঞ্জসমূহ এবং উত্তরনের উপায়" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 10, 2024 - 22:27
 0  8
ফরিদপুরে"নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার,চ্যালেঞ্জসমূহ এবং উত্তরনের উপায়" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে" নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার,চ্যালেঞ্জসমূহ এবং উত্তরনের উপায়"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় আঞ্চলিক নির্বাচন অফিস ফরিদপুরের উদ্যোগে আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে শহরের নদী গবেষণা ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে "নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার,চ্যালেঞ্জসমূহ এবং উত্তরনের উপায়"শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালায় ও প্রকল্প পরিচালক অশোক কুমার  দেববাথ, বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ,
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা  মোঃ আবুল ফয়েজ, জেলা নির্বাচন অফিসার (রাজবাড়ী) আলিউর রহমান, জেলা নির্বাচন অফিসার (মাদারীপুর) আহমেদ আলী,
জেলা নির্বাচন অফিসার (গোপালগঞ্জ) মোঃ ফয়জুল মোল্লা, জেলা নির্বাচন অফিসার (শরীয়তপুর) মোঃ আব্দুল মান্নান,ফরিদপুর জেলা মহিলা  আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন যে, বর্তমান সরকারের আমলে নির্বাচন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণ করা,নির্বাচন কার্যক্রমে ব্যবহৃত আধুনিক প্রক্রিয়া সমূহের সঙ্গে স্টক হোল্ডারদের পরিচিত করা, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের ব্যবহৃত আধুনিক প্রযুক্তিসমূহ পরিচিতকরন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট প্রযুক্তি সমূহ টেকসই পন্থায় ব্যবহারের উপায় নির্ধারণ
এবং নির্বাচন ব্যবস্থাপনায় অধিকতর ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সম্ভবতা যাচাই করার প্রস্তাব করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow