ফরিদপুরের অন্যতম বিনোদন স্পট মদনখালী সুইস গেট 

মানিক কুমার দাস,জেলা প্রতিনিধি, ফরিদপুর
Jul 30, 2024 - 20:19
 0  8
ফরিদপুরের অন্যতম বিনোদন স্পট মদনখালী সুইস গেট 
ফরিদপুরের অন্যতম বিনোদন স্পট মদনখালী সুইসগেট। 
প্রতিদিন বিভিন্ন বয়সী লোকজন বিকেল ৪ টা থেকে রাত ৮টা ৯ টা পর্যন্ত এখানে এসে উপস্থিত হন।
মঙ্গলবার বিকেলে সরেজমিন পরিদর্শন কাল দেখা গেছে ‌ মদন খালি সুইজগেট কে কেন্দ্র করে বিভিন্ন বয়সী লোকজন এখানে উপস্থিত হয়েছেন।
তারা অনেকেই প্রিয়জনদের সাথে করে নিয়ে এসে নৌকা ভ্রমণ করছেন, সেলফি তুলে সময় অতিবাহিত করছেন। এ ব্যাপারে ‌ বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে ‌বর্তমানে ফরিদপুরের বিনোদন স্পটের অনেকটাই অভাব। বলা চলে শহরে বিনোদনের তেমন কোনো স্পট না থাকায় ‌ধলার মোড় ‌এবং মদনখালী সুইসগেট এ স্থান দুটি হয়ে উঠেছে দর্শনার্থীদের বিনোদনের উল্লেখযোগ্য স্থান। ‌তবে ইদানিং ‌ধলার মোরে ‌ লোকসমাগম অনেকটা কমে যাওয়ায় বেশিরভাগ লোক ‌ভিড় করছেন মদনখালী সুইস গেটে। এখানে বিনোদনের জন্য রয়েছে নৌকা। এ ব্যাপারে নৌকার একজন মাঝি জানান ‌,নৌকায় তাদের ব্যবসা মোটামুটি ভালো। আর জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকার মধ্যে ভ্রমণকারীদের ‌নৌকায় করে ঘুরানোর ব্যবস্থা করেন তিনি। যদিও শুক্রবারে ‌তার ব্যবসা অনেকটাই ভালো থাকে। নৌকার পাশাপাশি ‌ ‌ ভাসমান খাবার দোকান, চটপটির দোকান  ঝাল মুড়ির দোকান, বাদামের দোকান, আলুর চিপস এর ভাসমান দোকান, মুদি দোকান  চা এর দোকান এবং বাঁশীর দোকান, ফুচকার দোকান সহ বিভিন্ন দোকানে বেচাকেনা যথেষ্ট ভালো হচ্ছে। 
 এ ব্যাপারে দোকানিরা জানান তারা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ৯ পর্যন্ত ‌ বেচাকেনা করে প্রতিদিন গড়ে ৪ থেকে  ৫০০ টাকা ‌আয় করতে পারেন। শুক্রবারে এ সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। 
সবকিছু মিলে ‌ মদন খালি সুইসগেট শুধু ‌ বিনোদনের একমাত্র কেন্দ্র হয়ে দাড়িয়েছে। ‌ সব ধরনের এবং সব বয়সী লোকজন এখানে আসছেন তারা সময় অতিবাহিত করছেন এবং নির্মল আনন্দ ‌ উপভোগ করতে পারছেন। তাছাড়া শহরের মধ্যে অবস্থিত পরিবেশটা ভালো বলেও অনেক দর্শনার্থী এখানে প্রতিদিনই  সময় কাটানোর জন্য হলেও উপস্থিত হচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow