ফরিদপুরের গোয়ালকান্দিতে অগ্নিকাণ্ডে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন গোয়ালকান্দির আব্দুল আজিজ (৫৫) নামের এক ব্যবসায়ীর লেপ-তোশকের দোকান ও সংলগ্ন গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় চারটি লেপ-তোশকের গোডাউন পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়, যার ফলে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






