ফরিদপুরের চর-চাঁদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

ফরিদপুরের চর-চাঁদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলায় চার-ছক্কা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আহত হন রবিউল বরকন্দাজ (২২), পিতা: শহিদ বরকন্দাজ; জাকির বরকন্দাজ (২৮), পিতা: মৃত শামসু বরকন্দাজ; শাহ আলম মিয়াজী (৩৪), পিতা: দুদু মিয়াজী; এবং আবুল বাশার বেপারী (১৬), পিতা: নজরুল বেপারী।
সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
What's Your Reaction?






