ফরিদপুরের চাঁনমারীতে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুর শহরের চাঁনমারী মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন চকবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হাসান।
জামাত শেষে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানান। জামাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
ঈদ জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি ফিলিস্তিনে চলমান ইসরাইলি বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
সুশৃঙ্খল পরিবেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ায় মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেন।
What's Your Reaction?






