ফরিদপুরের জানদী গ্রাম বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের একটি দৃষ্টান্ত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 5, 2025 - 20:02
 0  2
ফরিদপুরের জানদী গ্রাম বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের একটি দৃষ্টান্ত

"ঘরে ঘরে বি এ পাস, সুখে থাকবো বারোমাস" — এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার জানদী গ্রামে ১০০ জন উচ্চ শিক্ষিত ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে স্থানীয় সংগঠন "শিক্ষাই মোদের হাতিয়ার"। গতকাল, ৪ এপ্রিল, সারাদিনব্যাপী এই অনুষ্ঠানটি দুই ভাগে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষিত গ্রামবাসীদের অবদানকে স্বীকৃতি জানানো হয়।

প্রথম পর্বের সূচনা হয় সকাল ১০টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, শিক্ষা অফিসার, ভাঙ্গা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার খাইরুল বাশার, সহকারী অধ্যাপক, মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোঃ গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক, হামিরদি পাইলট উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি আবু জাফর দিলু, পল্লীকবি জসীমউদ্দীন পরিষদের সভাপতি, এবং বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুল মান্নান।

দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল ৩টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাঙ্গা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শেখ সাইফুল ইসলাম অহিদ, অধ্যক্ষ, এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ, ফরিদপুর।

অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে জানদী গ্রামের শিক্ষিত সম্প্রদায়ের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের উন্নয়নে প্রতিটি নাগরিকের অবদান রাখতে আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা একযোগভাবে এলাকার শিক্ষার উন্নতি এবং অসহায়দের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

"শিক্ষাই মোদের হাতিয়ার" সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া জানান, সংগঠনটি এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোর পাশাপাশি, শিক্ষায় এগিয়ে আসা মানুষদের দেশের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণে সহায়তা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানদী গ্রামের কৃতি সন্তান শেখ নুরুল এবং সম্পা চৌধুরী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow