ফরিদপুরের ধলার মোড়ে ৮ম ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
ফরিদপুরের ধলার মোড়ে ৮ম ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে । এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী লোকজন ভিড় করেছে উক্ত স্থানে। তারা ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন । সেলফি তুলছেন প্রিয়জনের সাথে সমান তালে আনন্দ ভাগ করে নিচ্ছেন।
শুক্রবার বিকেল চারটায় ফরিদপুর সিটি অর্গা
নাইজেশনের উদ্যোগে ও পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহায়তায় ৮ম ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এমদাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রামানন্দ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ইয়াছিন কবির পেপারটেক ইন্ডাস্টিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান সহ ফারিয়ান ইউসুফ
প্রমুখ উপস্থিত ছিলেন৷
চলো হারাই শৈশবে" এই স্লোগানকে সামনে রেখে এ বছর ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন," ঘুড়ি উৎসব ফরিদপুর বাসীর প্রাণের উৎসব, তারুণ্যের উৎসব৷ ফরিদপুরে মানুষের বিনোদনের জন্য একটি অন্যতম উৎসবে পরিণত হয়েছে এই ঘুড়ি উৎসব৷ হাজার হাজার আবালবৃদ্ধবনিতা এই উৎসবে যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল করে তোলেন৷
বিশেষ করে ফরিদপুরের তরুণদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থেকে এর থেকে দূরে থাকার আহবান জানানো হয়৷
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য বক্তারা ফরিদপুর সিটি অর্গানাইজেশন এবং টাইটেল স্পন্সর পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ধন্যবাদ দেন এবং ভবিষ্যতে এই আয়োজনে সবধরণের সহায়তা বজায় রাখার আশাবাদ ব্যাক্ত করেন৷
উল্লেখ্য যে এ সংবাদ লেখা পর্যন্ত ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং মাঠে অনেক দর্শকদের উপস্থিত হতে দেখা যাচ্ছে। বেলা যত বাড়ছে লোকজন ততই ভিড় করছেন। ঘুড়ি উৎসবে ড্রাগন ঘড়ি, বাংলাদেশের পতাকা ঘুড়ি, সাপ ঘুরি , ঈগল ঘুড়ি সুপারম্যান ঘড়ি ঘুড়ি সহ বিভিন্ন ধরনের ঘড়ি উড়তে দেখা যাচ্ছ ঘুড়ি উৎসব শেষে বিজয়ী দের মধ্যে প্রথম পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন, এবং তৃতীয় পুরস্কার গ্যাসের চুলা প্রদান করা হয়।
উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী ঘুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
What's Your Reaction?