ফরিদপুরের নিখোঁজ কলেজ ছাত্র ফারদিনের সন্ধান মেলেনি
ফরিদপুরের ভাটি লক্ষীপুর সুইচ গেটে গোসল করতে নামা কলেজ ছাত্র নিখোঁজ ফারদিনের সন্ধান এখনো মেলেনি। আর তাকে উদ্ধার করতে চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল। বৃহস্পতিবার বেলা ২:৩০ মিনিট পর্যন্ত তাদের ডুবুরি দল নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নদীর পাশে অনেক উৎসুক মানুষকে ভীড় করতে দেখা যায়।
এর আগে গতকাল বুধবার বিকেলে ফরিদপুরের ভাটি লক্ষীপুর সুইচ গেট এলাকায় কুমার নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ফারদিন।
গতকাল তাকে উদ্ধারে ডুবুরি দল জোর চেষ্টা চালায়।
নিখোঁজ ফারদিন ফরিদপুর শহরের কমলাপুর এলাকার বালিরমাঠ এলাকার মোহাম্মদ সিরাজের ছেলেে। সে ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারদিন ও তার আরেক বন্ধু ফেরদৌস দু'জনে মিলে টেপাখোলায় মদনখালী স্লুইস গেট এলাকায় কুমার নদে গোসল করতে নামে। বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে লাফ দেয়ার পরে ফারদিন পানির তীব্র স্রোতে ভেসে যায়। এসময় ফেরদৌসের চিৎকার শুনে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
What's Your Reaction?