ফরিদপুরের ‌বাইতুল আমানে চলছে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Dec 13, 2024 - 21:12
 0  2
ফরিদপুরের ‌বাইতুল আমানে চলছে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম 

ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের বায়তুল আমান বাজার সংলগ্ন  ঈদগাহ ময়দানে দাওয়াত ও তাবলীগের ‌ উদ্যোগে ‌ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ‌। এর অংশ হিসেবে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

এরপর বয়ান করেন ‌আনোয়ার হোসেন, আবুল আসাদ বেগ , মাওলানা ফজলে রাব্বি,মাওলানা সাইফুল্লাহ বিন নূরী,
 সাইখুল হাদিস মুফতি জিয়া বিন কাসিম,শাইখুল হাদিস মাওলানা শফিউল্লাহ মাওলানা সুহাইল সাহেব 
 ডাঃ লোকমান সাহেব, ডঃ  মোহাম্মদ মোজাম্মেল হোসেন
হাজী মনির সাহেব , মাওলানা আব্দুল্লাহ সাহেব  মাওলানা আব্দুর রহমান সাহেব ভাই মাসুম বিল্লাহ।
 ইজতেমায় ‌ ইন্দোনেশিয়া, মরক্কো থেকেও মুসুল্লিরা অংশগ্রহণ করছে।বয়ানে বক্তারা
আল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছানো এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের পরিপূর্ণ অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow