ফরিদপুরের বিশ্ব মা দিবস পালিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 12, 2024 - 16:19
 0  11
ফরিদপুরের বিশ্ব মা দিবস পালিত 

ফরিদপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে বারোটায় ফরিদপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুরের অতিরক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক ‌কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদা হোসেন।
বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক চৌধুরী রওশন ইসলাম, নগরকান্দার উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন করির, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার নাদিরা ইয়াসমিন, রাসিন নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, ফরিদপুর জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র জাওয়াদ আজমাইন রাজ প্রমূখ। 
এ সময় বক্তারা মা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন মায়ের প্রতি সন্তানের সব সময় লক্ষ্য রাখতে হবে। মায়ের আজাদ সবসময় খুশি থাকতে পারে সন্তানদের সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। 
আলোচনা সভায় বক্তারা বলেন,
এই পৃথিবীতে মায়েদের ভূমিকা অপরিসীম। সন্তান যাতে ভালো থাকে তারা যেন কষ্ট না পায় মায়েরা সবসময় সে প্রত্যাশা করেন। বক্তারা মা এবং সন্তানের মধ্যকার সম্পর্ক অনুষ্ঠানে তুলে ধরেন এবং পৃথিবীর প্রত্যেক মা যেন সবসময় ভালো থাকেন  এবং  সুস্থ থাকেন সেটাই অনুষ্ঠানে প্রত্যাশা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow