ফরিদপুরের শ্রী ধাম শ্রী অঙ্গনে ৯ দিনব্যাপী ধর্মীয় উৎসব সম্পন্ন
ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ৯ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুক্রবার মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। সকালে নগর কীর্তন, জলকেলি কুঞ্জ ভঙ্গ অনুষ্ঠিত হয়। সকালে শ্রীধাম শ্রী অঙ্গন হতে শোভাযাত্রা সহকারে নগর কীর্তন অনুষ্ঠিত হয়।
এতে ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন এটি শহর পরিক্রমা করে সূচনা স্থানে এসে শেষ হয়।
এছাড়া গত ৯ দিন এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উৎসব উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, চিকিৎসা সামগ্রী বিতরণ, শরবত বিতরণ, মিষ্টান্ন বিতরণ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে। উৎসব চলাকালে প্রতিদিন অসংখ্য ভক্তবৃন্দের আগমন লক্ষ্য করা যায়।
গত ১৬ মে থেকে এই ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছিল। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীমৎ ভগবত গীতা পাঠ, প্রভু জগবন্ধু সুন্দরের অভিষেক, তারক ব্রহ্ম নাম সংকীর্তন, মহানাম মহা কীর্তন, অষ্টকালীন লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন, কুঞ্জ ভঙ্গ নগর কীর্তন জলকেলী ও মহোৎসব। অনুষ্ঠানে অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন গোপেশ মোহন্ত , অমল ব্যানার্জি ও উত্তম সাহা। এবং নাম কীর্তন পরিবেশন করেন জয় গুরু সনাতন সম্প্রদায়, মহানাম সম্প্রদায়, কুলেশ্বরী সম্প্রদায়, বাসুদেব সম্প্রদায়, কৃষ্ণ মুরারী সম্প্রদায়, যুগল কিশোর সম্প্রদায়, নবনী বন্ধু সম্প্রদায়, সাধুসংঘ সম্প্রদায়।
What's Your Reaction?