ফরিদপুরের সদরপুরে ন্যাশনাল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল

ফরিদপুরের সদরপুরে ন্যাশনাল হাসপাতাল (প্রা.) লিমিটেডের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ), পবিত্র রমজানের দশম দিন, সদরপুর কলেজ মোড়ে হাসপাতালের নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলের আগে দোয়া পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
সদরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোশাররফ হোসেন, হুমায়ুন কবির, আবু বকর তালুকদার, সাঈদুর রহমান লাবলু, আবুল বাশার মিয়া, শেখ আব্দুস সোবহান, মামুন-অর-রশিদ, হাওলাদার লতিফুর হক, রাকিবুল ইসলাম, বিল্লাল হোসেন টিটু, তানভীর তুহিন, ওয়াজেদ আলী প্রমুখ।
এছাড়া বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সদরপুর উপজেলা শাখার সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন, আব্দুস সোবাহান শরীফ, মোহাম্মদ ইয়াকুব আলী মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক রাজিব হোসাইন ইফতার মাহফিলে উপস্থিত সুধীজনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতরের পর আমাদের প্রতিষ্ঠানে আধুনিক ও আন্তর্জাতিকমানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ডায়াগনস্টিক সেবাসহ হাসপাতালের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।”
What's Your Reaction?






