ফরিদপুরের সদরপুরে ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাচা আটক

ফরিদপুরের সদরপুর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার চাচাকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
রবিবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জাকের শিকদার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারের দাবি, বাড়ি থেকে দাদা বাড়িতে যাওয়ার পথে শিশুটিকে একটি রসুন ক্ষেতে নিয়ে গিয়ে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা চালায় তার চাচা মো. ফারুক শিকদার (৪৫)।
শিশুটির মা রবিবার রাত ৮টার দিকে সদরপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযুক্ত মো. ফারুক শিকদারকে আটক করে পুলিশ। তিনি জাকের শিকদার ডাঙ্গী গ্রামের রাজ্জাক শিকদারের পুত্র।
সোমবার সকাল ১১টার দিকে সদরপুর থানা পুলিশ মো. ফারুক শিকদারকে ফরিদপুর জেলা কারাগারে পাঠায়। একইসঙ্গে শিশুটির জবানবন্দি গ্রহণের জন্য ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোতালেব হোসেন জানান, এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?






