ফরিদপুরের সালথায় লিঙ্গভিত্তিক সহিংসতা ও ঋতুস্রাব স্বাস্থ্য সচেতনতা নিয়ে সেমিনার

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার। সেমিনারে প্রায় ৪০ জন কলেজছাত্রী অংশগ্রহণ করেন। ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিস এবং নন্দিতা সুরক্ষা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাস্টের ফরিদপুর জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট শীপ্রা গোস্বামী, যিনি লিঙ্গভিত্তিক সহিংসতা এবং জেন্ডার রোল নিয়ে আলোচনা করেন। তিনি জানান, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার প্রয়োজন।
অপরদিকে, ঋতুস্রাব স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন নন্দিতা সুরক্ষার প্রকল্প সমন্বয়কারী তাহিয়াতুল জান্নাত রেমি। তিনি স্যানিটারি ন্যাপকিন, মেন্সট্রুয়াল কাপ, ট্যাম্পনসহ মাসিক উপকরণ সম্পর্কে জানান এবং ঋতুস্রাবকালীন খাদ্যাভ্যাস ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "ঋতুস্রাব বান্ধব সমাজ গঠন হলে কিশোরীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।"
কলেজের ইংরেজি প্রভাষক মারুফ হোসাইন ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, এবং ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিসের এক্সিকিউটিভ ডিরেক্টর ফসিউল আহসান সমাপনী বক্তব্যে বলেন, “এই সেমিনার সালথার কিশোরীদের মাঝে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ঋতুস্রাব স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে।”
এ ধরনের আয়োজন সমাজে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ঋতুস্রাব স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?






