ফরিদপুরে হরি প্রিয় ‌ব্রহ্মচারীর প্রথম মহাপ্রয়াণ তিথি ‌স্মরণোৎসব পালন

ফরিদপুর জেলা প্রতিনিধি
Sep 27, 2024 - 20:46
Sep 27, 2024 - 20:48
 0  5
ফরিদপুরে হরি প্রিয় ‌ব্রহ্মচারীর প্রথম মহাপ্রয়াণ তিথি ‌স্মরণোৎসব পালন

ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম ‌শ্রী অঙ্গনের সাবেক সহ-সভাপতি হরি প্রিয় ব্রহ্মচারীর প্রথম মহাপ্রয়াণ তিথি ‌ স্মরণোৎসব পালিত হয়েছে।

 শুক্রবার এ উপলক্ষে দিনব্যাপী ‌বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 
কর্মসূচির মধ্যে ছিল ভোর পাঁচটায় মঙ্গলারতি, সকাল সাড়ে পাঁচটায় টহল কীর্তন ও উদায়াস্ত ‌শ্রী শ্রী মহানাম সংকীর্তন এর ‌ শুভারম্ভ ‌, সকাল আটটায় শৃঙগার আরতি ‌ও বাল্য ভোগ, বেলা বারোটায় ভোগানুরাগ, দুপুর একটায় সমাধি বেদীতে ‌মহাপ্রসাদ অর্পণ বিকেলে পদাবলী কীর্তন ‌এবং সন্ধ্যায় ‌ সন্ধ্যা আরতি ও শ্রী মহানাম মহা কীর্তন এর পূর্ণ রতি অনুষ্ঠিত হয় ‌।এ উপলক্ষে অঙ্গনে ‌ বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ দিনব্যাপী এ মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow