ফাঁদ পেতে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইকারী আটক

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Mar 20, 2025 - 05:20
 0  1
ফাঁদ পেতে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইকারী আটক

পুলিশের কৌশলী অভিযানে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রাণী গবেষণা ইন্সটিটিউটের সামনে থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

সাভার হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদ সাদা পোশাকে ফাঁদ পেতে প্রাণী গবেষণা ইন্সটিটিউটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি রিকশায় করে আসা তিনজন তার গতিরোধ করে এবং একজন ছুরি বের করে ভয় দেখানোর চেষ্টা করে। তবে এসআই আনজিল দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে ছুরি ধরা ব্যক্তিকে জাপটে ধরেন।

অন্যদিকে, আশপাশে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা এগিয়ে এসে আরও একজনকে আটক করেন। তবে তৃতীয় ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। আটক দুইজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

স্থানীয়দের মতে, এই এলাকায় দীর্ঘদিন ধরেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow