যৌন নিপীড়নের অভিযোগে পদাবনতি কুবির দুই শিক্ষকের

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রভাষক পদে পদাবনতি করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, গতকাল রাতে অনুষ্ঠিত ১০৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সূত্র জানায়, ২০২০ সালে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীকে যৌন নিপীড়ন এবং বিভাগের শিক্ষকদের বিষয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে সহযোগী অধ্যাপক মো. রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে, যার ফলে তাকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি, গত বছরের সেপ্টেম্বর মাসে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়ে তিন শিক্ষার্থীকে নম্বর প্রদান এবং যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
পদাবনতি প্রসঙ্গে মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, "আমি এখনো পর্যন্ত কোনো নোটিশ পাইনি, চিঠি হাতে আসেনি। তাই কিছু বলা সম্ভব হচ্ছে না।"
এ বিষয়ে আরও মন্তব্য জানতে কল করা হলে, সহযোগী অধ্যাপক আলী রেজওয়ান কল কেটে দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী জানিয়েছেন, "এই বিষয়গুলো সিন্ডিকেট সভায় উঠেছে এবং সভার সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এই সিদ্ধান্ত নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"
What's Your Reaction?






