ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী আগ্রাসন বন্ধের দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের সামাবেশ ও মিছিল
শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত সমাবেশে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করা হয়।
নামাজের পর স্লোগানে স্লোগানে বায়তুল মোকাররম প্রাঙ্গণ মুখরিত করে তোলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘের জবাব চাই’ শ্লোগান দিতে থাকে। এসময় তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নাড়তে থাকেন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমাদের দেশের পাসপোর্টের মধ্যে ‘একসেপ্ট ইসরায়েল’ লিখিত ছিল, সেটি তুলে দেওয়া হয়েছে।
মনে হচ্ছে, তলে তলে তাদের সঙ্গে পুরোপুরি সব সেট হয়ে গেছে
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্য বাহিনী গঠন করুন।
ফয়জুল করীম আরো দাবি জানিয়ে বলেন, ইসরায়েলি পণ্য বয়কট নয়, বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না। এটি আইন করে নিষেধ করতে হবে।
ভারতকে উদ্দেশ করে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, আজ বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে। আজ এই ভূখণ্ডকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। তারা আমাদের বুকের ওপর বারবার গুলি করছে। এ দেশের ইসলামকে নষ্ট করার ষড়যন্ত্র করবে, এ দেশের মানুষ তা মানতে পারে না।
নতুন কর্মসূচি ঘোষণা করে ফয়জুল করীম বলেন, একই দাবিতে আগামী শুক্রবার দেশের সব উপজেলা, জেলা ও মহানগরীতে মিছিল করা হবে। এ ছাড়া ফরিদপুরে যেসব শ্রমিক ভাইয়েরা হত্যার শিকার হয়েছে, আজও সেই খুনিদের অ্যারেস্ট করতে পারেনি সরকার।
যদি সরকার তালবাহানা করে তবে পুরো দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খুনিদের বিপক্ষে আন্দোলন করবো।
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।
What's Your Reaction?