ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছারছীনা দরবারের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 9, 2025 - 22:06
 0  4
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছারছীনা দরবারের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জমইয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছারছীনা দরবার শরীফের পীর শাহ আবু নছর নেছারউদ্দিন আহম্মদ হোসাইন হুজুর কেবলার নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ জমইয়তে হিজবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ড. মাসুম বিল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি স্বরূপকাঠী বন্দর জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা “ফিলিস্তিন মুক্তি পাক, সন্ত্রাসী ইজরাইল নিপাত যাক”—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ও ‘গণহত্যা বন্ধ কর’, ‘ইজরাইলের পণ্য বর্জন করো’—এমন বার্তাসংবলিত প্ল্যাকার্ড। ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি ও বিশ্ব বিবেককে জাগ্রত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা গাজা ও রাফাসহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান ইসরায়েলি মালিকানাধীন বা সেসবকে অর্থনৈতিকভাবে সহায়তা করে, সেসব প্রতিষ্ঠানের পণ্য বর্জনের দাবি জানান তারা।

বক্তারা বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন পবিত্র আল-আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলাম ধর্মের প্রথম কেবলা, ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এ স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ দাবি করেন।

তারা আরও বলেন, প্রয়োজনে ইসলামী রাষ্ট্রগুলোকে একত্রিত হয়ে জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলকে এই বর্বরতা থেকে বিরত রাখতে বাধ্য করতে হবে। একইসঙ্গে মুসলিম বিশ্ব ও বিবেকবান জাতিগুলোর প্রতি ফিলিস্তিনের পক্ষে সক্রিয় অবস্থান গ্রহণের আহ্বান জানান বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow