ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও পথসভা

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং বাংলাদেশে ইসরাইলি পণ্য বিক্রি বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা পিরোজপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনেই শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা “ফিলিস্তিন মুক্তি পাক”, “সন্ত্রাসী ইসরাইল নিপাত যাক”সহ বিভিন্ন স্লোগান দেন এবং ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান। অনেকের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, প্ল্যাকার্ড ও প্রতিবাদী বার্তাসংবলিত ব্যানার—যার মাধ্যমে গাজায় চলমান গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা জানানো হয়।
পথসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি জুবায়ের আহমেদ। বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি নজরুল আহসান ও হাফেজ মোহাম্মদ মাহমুদ হাসান।
বক্তারা বলেন, গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর চলমান বর্বরতা বিশ্ব বিবেককে প্রশ্নের মুখে ফেলেছে। লক্ষাধিক নিরীহ নারী, পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ অবস্থায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান ইসরাইলি মালিকানাধীন অথবা পরোক্ষভাবে অর্থায়ন করে, তাদের পণ্য নিষিদ্ধ ও বর্জনের আহ্বান জানান। একইসঙ্গে আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরাইলি বাহিনীর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর হস্তক্ষেপের দাবি জানান বক্তারা।
What's Your Reaction?






