ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেড়িরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেড়িরহাটে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় স্থানীয় সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ব্যানারে পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির সূচনা হয়।
বিক্ষোভ মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। ধুলজুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বেড়িরহাট বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এই কর্মসূচিতে তাওহিদি জনতা, হেফাজতে ইসলাম, ইসলামী যুব আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের পক্ষে’ ও ‘ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে’ নানা স্লোগান দেন।
মিছিল শেষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রত্যয় সংগঠনের সভাপতি মোহাম্মদ পারভেজ হোসেন এবং পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিরাজ শেখ।
সমাবেশে বক্তব্য দেন পাচুড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুর রহমান, সমাজসেবক লিটন মিয়া, ইয়াসিন, আব্দুল্লাহ, হাসান শিকদার ও শফিকুল ইসলাম।
আয়োজকরা জানান, গাজার নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি জানাতেই এই কর্মসূচি পালন করা হয়েছে।
সবশেষে গাজায় নিহত ও নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?






