ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর সভা ও মিছিল

গাজায় ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে সাভারে এক প্রতিবাদ সভা ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় সাভার মডেল মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন, “সারা বিশ্বে মাত্র পৌনে দুই কোটি ইহুদি প্রায় ২০০ কোটি মুসলমানের বিরুদ্ধে দখলদারিত্ব ও জুলুম চালিয়ে যাচ্ছে। এর সবচেয়ে বড় শিকার ফিলিস্তিনের নিরীহ জনগণ।”
তিনি আরও বলেন, “গত ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় ৫০ হাজার ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ১৭ হাজার শিশু ও ৩৩ হাজার ৫২৪ জন নারী রয়েছেন। এছাড়াও ৩৯ হাজার শিশু অনাথ হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার ৫৭৬ জন।”
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, “বিশ্বের ৫৭টি মুসলিম দেশের নেতৃত্ব একত্রিত হলে ইসরাইল এই গণহত্যা চালাতে সাহস পেত না। এখনই সময় বিশ্ব মুসলিম নেতাদের জেগে ওঠার।”
প্রতিবাদ সভা শেষে সাভার মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাভারের শিমুলতলা এলাকায় এসে শেষ হয়। কর্মসূচির শেষ পর্যায়ে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন।
What's Your Reaction?






