ফিলিস্তিনে হামলার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ফিলিস্তিনে চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে জুমার নামাজের পর শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ মোরে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হক, ও অন্যান্য জেলা নেতৃবৃন্দ। বক্তারা বলেন, "যুদ্ধবিরতি বন্ধ থাকা সত্ত্বেও পবিত্র রমজান মাসে ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাই।"
এসময় মুসলিম বিশ্বকে ইসরায়লি পণ্য বয়কটের আহ্বান জানানো হয় এবং জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে গাজার হামলা ও গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।
পিরোজপুর শহরে একই দিনে সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনও বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করে। জেলার বিভিন্ন উপজেলায়ও জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তৌহিদী মুসলমানদের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
What's Your Reaction?






