ফুলবাড়িয়া উপজেলায় কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শনিবার(৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে বাংলাদেশ কমিউনিস্ট (সিপিবি) পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন মোঃ কাদের মাস্টার সভাপতি ফুলবাড়িয়া শাখা সিপিবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সিপিবি সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত। তিনি বলেন শহীদের রক্ত ও গণঅভ্যুত্থান বৃথা যেতে দিবো না, গণতন্ত্র প্রতিষ্ঠা ভোটারধিকার ফিরিয়ে দিতে হবে, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করে বৈষম্যহীন -শোষণমুক্ত -অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। আওয়ামী লীগ যে শোষণ করেছেন ও গণহত্যা করেছেন তার বিচার করতে হবে। দুনিয়ার মজদুর এক হও।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মোতালেব হোসেন, বাংলাদেশ যুব ইউনিয়নের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি জহিরুল আমীন রুবেল, ফুলবাড়িয়া যুব ইউনিয়নের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, অনুষ্ঠান চঞ্চলনা করেন এডভোকেট সোহেল মিয়া সাধারণ সম্পাদক সিপিবি ফুলবাড়িয়া উপজেলা শাখা।
What's Your Reaction?