ফুলবাড়িয়ায় কালাজ্বর নির্মূলের টিম লিডার-ছিটাই কারীদের প্রশিক্ষণ উদ্বোধন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কালাজ্বর নির্মূল কার্যক্রমের জন্য টিম লিডারও ছিটাই কারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।গতকাল বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে প্রশিক্ষণে শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ। এ-সময় স্বাস্থ্য অধিদপ্তরের চিফ কীট তত্ত্ববিদ মোঃ আলতাফ হোসেন,কীট তত্ত্ববিদ মোঃ আঃ মালেক,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জাহাঙ্গীর মোঃ সাজ্জাদ হোসেন,ইনচার্জ ভোলা রানী সাহা,এএইচআই মুক্তি দাস প্রমুখ।সঞ্চালনায় আঃ মান্নান।উদ্বোধনী প্রশিক্ষণে ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন,টিম লিডার ও ছিটাই কারীদের কাজের উপর নির্ভর করবে আমাদের কাজ।কালা জ্বর নির্মূলের গোল্ড হিসেবে অর্জন করতে পারব।আপনাদের সার্বিক সহযোগিতায় কালাজ্বর নির্মল হবে।
What's Your Reaction?