ফুলবাড়িয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![ফুলবাড়িয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত](https://www.kholachokh24.com/uploads/images/202408/image_640x_360_66c5e9475c992.jpg)
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার ২১ শে আগস্ট বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের সামন থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী সমাপ্ত করা হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতৃত্ব দেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন রিপন। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম,মানবতার ফেরিওয়ালা দুঃসময়ের কারা নির্যাতিত সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সেলিম মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা সলিম মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির উদ্দীন, ইউনুস আলী, ইলিয়াস, জয়নাল প্রমুখ।
এসময় জাকির হোসেন রিপন বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর কোন প্রোগ্রাম পালন করতে পারি নাই আওয়ামী স্বৈরাচারী সরকারের কারনে।
What's Your Reaction?
![like](https://www.kholachokh24.com/assets/img/reactions/like.png)
![dislike](https://www.kholachokh24.com/assets/img/reactions/dislike.png)
![love](https://www.kholachokh24.com/assets/img/reactions/love.png)
![funny](https://www.kholachokh24.com/assets/img/reactions/funny.png)
![angry](https://www.kholachokh24.com/assets/img/reactions/angry.png)
![sad](https://www.kholachokh24.com/assets/img/reactions/sad.png)
![wow](https://www.kholachokh24.com/assets/img/reactions/wow.png)