ফুলবাড়িয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত
শফিকুল ইসলাম ফুলবাড়িয়া: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প পঃপঃ কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ।
জাতীয় পুষ্টি সপ্তাহে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। এ-সময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ খাদেমুল ইসলাম নাইম,সার্জারি ডাঃ ছাইফুল মালেক,হৃদরোগ ডা: মোঃ আবু রায়হান ফেরদৌস,মেডিকেল অফিসার আনিয়া সুলআনা বিথী,ডাঃমামুন হোসেন,
নার্সিং কর্মকর্তা মমতাজ বেগম,এপি ম্যানেজার জেমস বিশ্বাস,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জাহাঙ্গীর মোঃ সাজ্জাদ হোসেন,ইনচার্জ ভোলা রানী সাহা,এএইচআই মুক্তি দাস,আইয়ুব আলী প্রমুখ।জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠান সঞ্চালনা করেন আঃ মান্নান।
ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন,আমরা প্রতিটি টিকা কেন্দ্রে পুষ্টি প্রচার করবো।আমরা কীটনাশক মুক্ত শাকসবজি খাব।এই প্রচার করতে হবে আমাদের সকলের।
উপজেলা নির্বাহী অফিসার কবেরী জালাল বলেন,পুষ্টি বিষয়ে মাঠ পর্যায়ে সচেতন করতে হবে।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পুষ্টি উপর অনেক গুরুত্ব দিয়েছেন।চিকিৎসা পেশা একটা মহৎ পেশা।পুষ্টির বেনার ফেস্টুন দেখতে দেখতে মানুষ মাঠ পর্যায়ে সচেতন হবে।
তিনি আরও বলেন,আমাদের দেশেও কিছু মানুষ নানা কারণে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে না। বর্তমানে প্রায় সব ধরনের ফলমূলে বিষাক্ত কেমিক্যাল মিশানো হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর।খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে না পারলে ভবিষ্যতে দেশের বহু মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হবে।
What's Your Reaction?