ফুলবাড়িয়ায় পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বাষিকীতে আলোচনা ও দোয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা সদরে হেলাল কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নাজমুল হক সরকার। সভা পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডঃ হাবিবুর রহমান হাবিবুল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপা'র যুগ্ম আহবায়ক জননেতা বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মাষ্টার অবঃ, সাংগঠনিক সম্পাদক ডাঃ আঃসালাম,তোফাজ্জল হোসেন তোতা,সিনিয়র,যুগ্মসাধারণ সম্পাদক ডাঃ আঃ সবুর রফিক, মাওঃ আশরাফ আলী, কামাল হোসেন,জাতীয় পার্টির সিরাজুল ইসলাম,জাতীয় ছাত্র সমাজের সভাপতি প্রকৌশলী সাদবিন রহমান আকাশ,নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী।
What's Your Reaction?