ফুলবাড়িয়ায় পুলিশের অভিযানে ১১ জুয়ারী আটক

ময়মনসিংহে ফুলবাড়িয়া থানা পুলিশের অভিযানে ১১ জুয়ারী গ্রেফতার।শুক্রবার রাতে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ফুলবাড়িয়া উপজেলা টেলিগ্রাম বাজারের নজরুল এর চা দোকানের পিছন থেকে নজরুলসহ তাদেরকে জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়েছে । উপজেলার আইন শৃংখলা নিয়ন্ত্রণ করতে ফুলবাড়িয়া থানা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ অপরাধীকে গ্রেফতার করা হয়। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান এর নির্দেশে এসআই আল-আমিন সহসঙ্গীও ফোর্স এ অভিযান পরিচালনা করে উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম বাজার থেকে জুয়ারীদের কে গ্রেফতার করেন।
তাদেরকে গতকাল শনিবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ জানিয়েছেন। তিনি আরও বলেন মাদক, জুয়া, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স কোন আপোষ নাই।
উপজেলার বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ বলেন,মাদক জুয়া ও সমাজের বিশৃঙ্খলা করীর পক্ষে আমি নেই।আমি বালিয়ান বাসীর শান্তি চাই।
What's Your Reaction?






