ফেনসিডিল ও দেশীয় মদ ও গাঁজা সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-৩,
ফেনসিডিল ও দেশীয় মদ গাঁজা সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-৩। একই সাথে জব্দ করা হয়েছে মাদক বহনে পিকআপ ও মোটরসাইকেল।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী খাগড়াছড়ি জেলা হতে মাদকদ্রব্যের একটি বড় চালান নিয়ে পিকআপ যোগে ফরিদপুর জেলা হয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দলটি আনুমানিক দুপুর ১২.৩০ মিনিটে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার পাশে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি করতে থাকে। তার কিছুক্ষণ পর আনুমানিক দুপুর ১২.৩০ মিনিটে খাগড়াছড়ি হইতে আসা একটি পিকআপ উল্লেখিত র্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে উপস্থিত র্যাব সদস্যরা পিকআপটি থামিয়ে পিকআপে থাকা ৩ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা তাদের গাড়ীতে মাদকদ্রব্য গাঁজা ও দেশী মদ আছে বলে স্বীকার করে। এরপর উক্ত চেক পোস্টে কর্তব্যরত র্যাব সদস্যরা বিধি মোতাবেক উক্ত পিকআপটি তল্লাশি করে পিকআপটির চেসিস এর উপর বডিতে বিশেষভাবে তৈরি গোপন বক্সের ভিতরে লুকায়িত অবস্থায় কালো কসটেপ দ্বারা মোড়ানো মোট ৬২টি প্যাকেটে আনুমানিক ১০,৩৮,৬০০/- (দশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শত) টাকা মূল্য মানের মোট ৩৪ (চৌত্রিশ) কেজি ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা ও ২ বোতল দেশীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। রুবেল বড়ুয়া (৩৮), পিতা-মৃত মনোরঞ্জন বড়ুয়া, সাং-মাস্টারপাড়া,থানা-মহালছড়ি, জেলা-খাগড়াছড়ি,
২। মোঃ বাইজিদ হোসেন (২২), পিতা-মোঃ হযরত আলী, সাং-বউ বাজার, থানা-নানিয়ারচর, জেলা-রাঙ্গামাটি ও
৩। মোঃ নুর আলম (৩৬), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-চট্টগ্রামপাড়া,থানা-মহালছড়ি, জেলা-
খাগড়াছড়ি বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি পিকআপ, ৩টি মোবাইল ফোন ও নগদ- ৯,৩৮০/- (নয় হাজার তিনশত আশি)
টাকা জব্দ করা হয়।
এছাড়া শনিবার আনুমানিক রাত ৮.৪০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ঘাট এলাকার অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটর
সাইকেলের ট্যাংকের ভিতর করে মাদক বহন কালে আনুমানিক ১,৮৯,০০০/- (এক লক্ষ ঊননব্বই হাজার) টাকা মূল্য মানের ৬৩ (তেষট্টি) বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম
১। মোঃ সোহানুর রহমান (২৬), পিতা-মোঃ জিয়াউর রহমান ও
২। মোঃ জিহাদ শেখ (২৭), পিতা-মোঃ সহিদ শেখ, উভয় সাং-ছোট উদাস, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা, ফেনসিডিল ও দেশীয় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে খাগড়াছড়ি, ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?