ফেনসিডিল ও পাজেরো জিপ গাড়ীসহ গ্রেফতার ২

মোঃ হাসমত উল্লাহ, জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
Mar 9, 2025 - 12:33
 0  4
ফেনসিডিল ও পাজেরো জিপ গাড়ীসহ গ্রেফতার ২

লালমনিরহাট জেলার গোয়েন্দা শাখার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি পাজেরো জিপ গাড়ী এবং ৫১ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নির্দেশনায়, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদের নেতৃত্বে এসআই ইব্রাহীম হোসেন ও সঙ্গীয় ফোর্স কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজায় বিশেষ অভিযান চালান। অভিযানে একটি পাজেরো জিপ গাড়ী, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ ০২-২৪০৮, থেকে গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ কায়দায় তৈরি কাঠের বক্সের ভিতরে রাখা ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন, আব্দুস সালাম (৩০), কালীগঞ্জ উপজেলার ৭নং চলবলা ইউনিয়নের নিথক গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে এবং হাবিবুর রহমান হাবিব (৩৮), আদিতমারী উপজেলার ৩নং কমলাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড় কমলাবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ একটি পাজেরো জিপ গাড়ী উদ্ধার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow