ফেসবুকে খালেদা জিয়াকে কটূক্তির অভিযোগে ইমাম গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 8, 2025 - 17:40
 0  8
ফেসবুকে খালেদা জিয়াকে কটূক্তির অভিযোগে ইমাম গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মুফতি এবাদুল ইসলাম ফরিদী (৩৮)। তিনি আশুলিয়ার শ্রী খন্ডিয়া নুর জামে মসজিদের ইমাম।

পুলিশ জানায়, সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার সকালে আশুলিয়া থানার মাধ্যমে তাঁকে আদালতে পাঠানো হয়।

মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল মুফতি এবাদুল ইসলাম ফরিদী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

আতাউর রাহিম আরও জানান, এ ঘটনায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ফলে তিনি আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার ভিত্তিতে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow