ফেয়ার নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে ফেয়ার পদ্ধতিতে নির্বাচনের চার দফা দাবিতে এক বিশাল গণ সমাবেশ করা হয়েছে।
৫ই জানুয়ারি রবিবার দুপুর দুই টায় চম্পকনগর ফুরকানিয়া মাদ্রাসা মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে শেখ মোহাম্মদ শাহ আলম ও মাওঃ লুৎফুর রহমান এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্বে করেন মোঃ আবুল ফজল কামাল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ
আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ গাজী নিয়াজুল করিম, সদস্য আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ। বিজয়নগর উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি মাওঃ শফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম এবং ইউনিয়নের প্রতিনিধি বৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা চার দফা দাবি উপস্থাপন করেন। দাবীগুলো হলোঃ ছাত্র জনতার গণবিপ্লবে সংঘঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপতিক ( PR ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি।
এ চার দফা দাবী মানা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে হুশিয়ার দেন বক্তারা।
What's Your Reaction?