ফোঁটা ফোঁটা পানির ভরসায় শতাধিক পরিবার

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবান।
Mar 22, 2025 - 19:53
 0  15
ফোঁটা ফোঁটা পানির ভরসায় শতাধিক পরিবার

বান্দরবানের থানচি উপজেলার বিদ্যামনি ত্রিপুরা পাড়ার শতাধিক পরিবার সুপেয় পানির সংকটে ভুগছে। গ্রামবাসীদের একমাত্র ভরসা পাহাড়ি ঝিড়ির পাথরের গর্ত থেকে ফোঁটা ফোঁটা চুঁইয়ে পড়া পানি। প্রতিদিন কয়েক ঘণ্টা সময় ব্যয় করেও প্রয়োজনীয় পরিমাণ পানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা সলিনা ত্রিপুরা বলেন, “সকালে পানি নিতে পারিনি, কারণ অনেকেই লাইনে দাঁড়িয়ে ছিল। বিকালে জুমের কাজ শেষ করে ফিরে দেখি রান্নার পানি নেই। তাই এখন আসতে হয়েছে। প্রতিদিন এভাবেই কষ্ট করতে হয়।”

গুগাতি ত্রিপুরা জানান, ঝিড়ির ক্ষুদ্র উৎস থেকে বাঁশের ভাঙা খোল বসিয়ে ফোঁটা ফোঁটা করে চুঁইয়ে পড়া পানি সংগ্রহ করতে হয়। একটি কলসি ভরতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে। সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হয় মহিলাদের। রান্না, গোসল ও গৃহস্থালির সব কাজ এই সামান্য পানিতেই চালাতে হয়।

থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা বলেন, ১৯৯৬ সালে গ্রামটি স্থাপিত হওয়ার সময় ঝিড়িতে প্রচুর পানি ছিল। ২০১৫ সালে একটি এনজিও সংস্থা গ্রাভিটি ফ্লো সিস্টেম (জিএফএস) স্থাপন করে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করেছিল। তবে ২০২৩ সালে মৌজা হেডম্যানের অনুমতি নিয়ে এক বাসিন্দা জুম চাষের জন্য ঝিড়ির উৎসস্থল উজাড় করেন। ফলে পানির স্তর নেমে যায় এবং পুরো ব্যবস্থা ভেঙে পড়ে।

গ্রামের প্রধান যাদুরাম ত্রিপুরা জানান, ২০২৩ সালে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের গভীর নলকূপ বসানোর পরিকল্পনা থাকলেও অর্ধেক কাজ করে শ্রমিকরা চলে যায়। এরপর আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে থানচি উপজেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী স্বপন চাকমা বলেন, “গ্রামবাসী যদি আবেদন করে এবং সরকারের রাজস্ব খাতে ১০ হাজার টাকা জমা দেয়, তবে দুইটি গভীর নলকূপ (ডিপওয়েল) স্থাপনের ব্যবস্থা করা হবে। আমি দুইটি উপজেলার দায়িত্বে থাকায় সব জায়গায় সরাসরি নজর দেওয়া সম্ভব হয় না।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত পানির সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ চান। গভীর নলকূপ বসানো, পূর্বের গ্রাভিটি ফ্লো সিস্টেম পুনরুদ্ধার এবং জলাধার সংরক্ষণের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন না হলে বিদ্যামনি পাড়াসহ আশপাশের গ্রামের মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow