ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু দোসররা এখনো সক্রিয়-শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদ চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ঘাপটি মেরে বসে আছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য।
সোমবার (১০ মার্চ) বাদ আসর ফরিদপুরের সালথা উপজেলাধীন রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহফিলটি সালথা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শামা ওবায়েদ বলেন, এটি গভীর ষড়যন্ত্র। যারা শহীদ জিয়ার সৈনিক, কেএম ওবায়দুর রহমানের সৈনিক, তারেক রহমানের সৈনিক এবং বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে রাজনীতি করেন, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় ফ্যাসিবাদের দোসররা। আমাদের সজাগ থাকতে হবে, যাতে তারা আমাদের দলে ফাটল ধরাতে না পারে। প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি। ৭ জানুয়ারির নির্বাচনে দেখেছি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আবার আওয়ামী লীগ। জনগণের ভোটাধিকার হরণ করেও ফ্যাসিবাদ টিকে থাকতে পারেনি। জনগণ নিষ্পেষিত হতে হতে আজ দেয়ালে পিঠ ঠেকেছে। এখন জনগণ মাঠে নেমেছে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য, আর তাই ফ্যাসিবাদের পতন হয়েছে।
তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন মানুষ বাজারে যেতে পারত না, রমজানে ঠিকমতো রোজা ও ইফতার করতে পারত না। ঈদের বাজার পর্যন্ত করতে পারেনি। বিভিন্ন মামলা-হামলার শিকার হয়ে অনেককে বাড়িছাড়া হয়ে থাকতে হয়েছে। কিন্তু আজ সেই সময় পার হয়ে গেছে, কারণ ফ্যাসিবাদের পতন হয়েছে।
ঢাকায় আলেম-ওলামাদের উপর নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে শামা ওবায়েদ বলেন, আমরা ছাত্র ও জনতাকে স্মরণ করছি, যারা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির নেতা ও সালথা উপজেলা বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর। আরও বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর ও হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ, মিরান হোসাইন, শ্রমিক দল নেতা কালাম বিশ্বাস, ছাত্রদল নেতা রাজসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
What's Your Reaction?






