ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো চলছে - শহিদুল ইসলাম বাবুল

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 20, 2025 - 22:59
 0  2
ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো চলছে - শহিদুল ইসলাম বাবুল

বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তবে তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা ৫ তারিখে পালিয়ে গেছে, অথচ তার তিন দিন আগেও তিনি বলেছিলেন যে পালাবেন না। তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন। অন্যদিকে, ওয়ান-ইলেভেনের সময় আপস করলে বেগম খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারতেন। কিন্তু মৃত্যুমুখেও তিনি আপস করেননি। এ জন্যই আমরা বিএনপিকে ভালোবাসি, এ জন্যই বিএনপির রাজনীতি করি।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, ঢাকা মহানগর যুবদলের সভাপতি এম. এম. ইউসুফ হোসেন, কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন, কেন্দ্রীয় নেতা সাইফুল চৌধুরী রতন ও সজীব ঘোষসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow