"ফ্রি ফিলিস্তিন কনফারেন্সে" বিজয়নগর উপজেলাবাসীর হাজারো মানুষের সমাবেশ
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে বিজয়নগর উপজেলাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত “কনফারেন্স ফর ফ্রি ফিলিস্তিন” শীর্ষক এক বিশাল সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার আড়িয়ল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসমাবেশে বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রব। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান ও দৌলতবাড়ি দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ। তিনি বিশ্ব মুসলিম সমাজ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের প্রতিটি নাগরিকের প্রতি ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণের আহ্বান জানান।
সমাবেশটি সঞ্চালনা করেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস. এম. কামরুল হাসান শান্ত।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন—
বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন মুন্সি, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিন মেম্বার ও সাধারণ সম্পাদক মো. এনাম খাঁ, এনসিপি বিজয়নগর উপজেলার আহ্বায়ক মো. খায়রুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. শাহনেওয়াজ শাহ, উপজেলা সাহিত্য পরিষদের আহ্বায়ক মনির বিন মোবারক, উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো. শাহীন আলম, হেফাজতে ইসলাম বিজয়নগরের নেতা মাওলানা কেফায়েতুল্লাহ, স্বজন সমাবেশ বিজয়নগর শাখার সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, বিজয়নগর রানার্স কমিউনিটির অ্যাডমিন মো. জিয়াউর রহমান, ট্রাভেলিং টিম অব বিজয়নগরের যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ান আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মো. জহিরুল ইসলাম, মাওলানা লোকমান হোসেন এবং খাজা নেওয়াজ চিশতী।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রব। এরপরই "বিজয়নগর উপজেলাবাসী" ব্যানারে আয়োজিত এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?






