বজ্রপাত প্রতিরোধে রাস্তার ধারে তালের চারা রোপণ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে তালের চারা রোপণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা "এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে" এর সফল বাস্তবায়ন এবং সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে কাকিনা হতে তুষভান্ডার পর্যন্ত রাস্তার দুই ধারে পতিত জায়গায় তালের চারা রোপণ করেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস। কৃষি অফিস জানায়, যশোর হতে তালের চারা সংগ্রহ করে রাস্তার দুই ধারে রোপণ করা হয়েছে। এটা চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তায় কৃষি অফিসের পক্ষ হতে তালের চারা রোপণ করা হবে।
রাস্তায় তালের চারা রোপণ কালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেব দাস রায় বাবুল, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, ও সাংবাদিক সহ অনেকে।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, বলেন সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে সকলে বাড়ির আশে পাশে তালের চারা রোপণ করা হয় এবং এটা চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তায় কৃষি অফিসের পক্ষ হতে তালের চারা রোপণ করা হবে।
What's Your Reaction?