বঞ্চিত শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- যুগ্ম সচিব

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি
Feb 25, 2025 - 20:55
 0  4
বঞ্চিত শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- যুগ্ম সচিব

সমাজসেবা অধিদফতর রাজশাহী বিভাগীয় পরিচালক যুগ্ম-সচিব সৈয়দ মোস্তাক হোসেন বলেছেন,দেশের বঞ্চিত শিশুরা যাতে শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ জন্য তাদেরকে ক্যাপিটেশন গ্র্যান্টের আওতায় নিয়ে আসা হয়েছে। 

সরকার তাদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে।তিনি আরও বলেন,সমাজের প্রতিটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলার জন্য সমাজসেবা হতে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এ ঋণের মধ্যদিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে। 

তাই সমাজসেবা হতে ঋণ নিয়ে এর যথার্থ ব্যবহারের মধ্যদিয়ে যথা সময়ে এ ঋণ পরিশোধের জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি মঙ্গলবার (২৫ ফেব্রয়ারী) নওগাঁর আত্রাই উপজেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক

 আয়োজিত ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারী এতমিখানা ও শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার ও উপজেলা পর্যায়ে বাস্তবায়তি ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন,নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ,সহকারী পরিচালক গাওছুল আজম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু,মুজাহিদ খান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow