বদলে গেল ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এ খবরে পাল্টে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম। হাসপাতালের নামফলক থেকে 'বঙ্গবন্ধু শেখ মুজিব' লেখাটি উঠিয়ে পূর্বের নামে ফের নামকরণের সাইনবোর্ড লাগানো হয়েছে হাসাপাতালটিতে।
এখন সেখানে "ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল" লেখা সাইনবোর্ড সাঁটানো হয়েছে। নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে হাসপাতাটির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন।
এবিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হাসপাতালের নাম পরিবর্তন করা, না করা এটা আমাদের বিষয় না। বাইরের থেকে কিছু লোক এসে বঙ্গবন্ধু লেখা ফলকটি তুলে ফেলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল লেখা একটি ব্যানার টাঙ্গিয়ে রেখেছে। নাম পরিবর্তন করা একটা জটিল বিষয় এটা কেবল সরকারই পারে। আগের নাম থাকবে নাকি পরিবর্তন হবে এটা একান্তই সরকারের বিষয় আমাদের নয়।
What's Your Reaction?