বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, আহত ১০

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারে ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের হামলায় ৯ থেকে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারে বাগধা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ আহমেদকে দেখতে পেয়ে অতর্কিত হামলা চালায় ইউনিয়ন ছাত্রলীগ কর্মী সুধাংশু অধিকারী, নয়ন বিশ্বাস, পাপন বিশ্বাসসহ ৩০-৪০ জনের একটি দল।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে নাফিজের মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে বাঁচাতে গেলে স্বপন মোল্লা ও শিপন হাওলাদারসহ প্রায় ১০ জনের ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংবাদ পেয়ে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের সাথে কথা বলেন আগৈলঝাড়া থানার এসআই নূর মোহাম্মদ।
ছাত্রদল নেতা নাফিজের পিতা ও মামলার বাদী বুলবুল আহমেদ বলেন, "আমি বিএনপি সমর্থক হওয়ায় আগের আওয়ামী লীগ সরকারের সময় গাড়ি পোড়ানো মামলাসহ তিনটি মামলার আসামি ছিলাম। সে কারণে বাড়িতে থাকতে পারিনি। এখন আমার ছেলে ছাত্রদল করার ‘অপরাধে’ তাকে কুপিয়ে আহত করা হয়েছে।"
এ ঘটনায় বুলবুল আহমেদ ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে অভিযুক্ত করে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. আলিউল ইসলাম জানান, "ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
What's Your Reaction?






