বর্ণিল আয়োজনে বিজয়নগরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বিজয়নগরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১ বৈশাখ) সকালে চম্পকনগর গরুর বাজার মাঠ থেকে দিনব্যাপী পহেলা বৈশাখের উৎসবের সূচনা হয়।
জানা গেছে, ১৯৯২ সাল থেকে এ অঞ্চলে নিয়মিতভাবে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শুরুতে মেলাটি চম্পকনগর হাইস্কুল মাঠে আয়োজিত হলেও চলমান এসএসসি পরীক্ষার কারণে এ বছর ইউএনও’র নির্দেশে স্থানান্তর করা হয় চম্পকনগর গরুর বাজার মাঠে।
দিনভর হাজারো মানুষ এই ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন। মেলায় ছিল নাগরদোলা, টয় ট্রেন, বিভিন্ন রাইড, লটারি, লাকি কুপন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই মেলায় শতাধিক স্টল বসে। এসব স্টলে পাওয়া যায় গ্রামীণ ঐতিহ্যের বাহারি পণ্য—হাতপাখা, মাটির তৈরি খেলনা ও হস্তশিল্প।
মেলা ঘিরে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিজয়নগর থানার এসআই মাহবুব আলম সরদার। তিনি জানান, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল।”
মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জমির হোসেন দস্তগীর, ৪ নম্বর চম্পকনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোমান বাচ্চু, সাবেক সভাপতি মোঃ ইয়াছিন চৌধুরী, সমাজসেবক মোঃ আকতার হোসেন, স্থানীয় ব্যবসায়ী ও ইজারাদার মোঃ ফরিদুল হুদা এবং মোঃ জাকির হোসেন খান। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






