বর্ধিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Sep 26, 2024 - 13:22
 0  4
বর্ধিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

বর্ধিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর পৌরসভার  ২৬ ও ২৭ নং ওয়ার্ডের বাসিন্দারা।
বৃহস্পতিবার বেলা বারোটার দিকে শহরের আলিয়াবাদ ইউনিয়ন থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। 
মিছিলটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পর প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে  ফরিদপুর প্রেস ক্লাব  সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ  করে।

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মোঃ ইউনুস, আনোয়ার হোসেন, শহীদ শেখ, মোহাম্মদ জাহিদ, আব্দুর রহিম, বাদশা শেখ ফরিদ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন আমরা ইউনিয়নে ফেরত যেতে চাই । আমরা এ পৌরসভার আওতায় থাকতে চাই না। আমাদের কোন সুযোগ সুবিধা পৌরসভা থেকে পাইনা। আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই ।
এখানে গ্যাসের কোন ব্যবস্থা নাই, বিদ্যুতের কোন ব্যবস্থা নাই, ঠিক মতো পরিচ্ছন্নতা করা হয় না। বলা চলে পৌরসভার কোন সুযোগ সুবিধা আমরা পাই না। অথচ মাস শেষে আমাদের বিল ধরিয়ে দেয়া হয়। যা আমাদের পক্ষে মেটানো একেবারে অসম্ভব। 
আমরা ২৬ এবং ২৭ নং ওয়ার্ড আবার সাবেক আলিয়াবাদ ইউনিয়নের ফেরত যেতে চাই আমাদের পৌরসভা চাইনা। 
 আর তাই  আমরা বাধ্য হয়েই মাঠে নেমেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow