বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের দলীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান , সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা আগামী ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক পূর্ণ ভাবে পালন করা হবে বলে জানানো হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মহান স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে । বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। দেশে উন্নয়ন হচ্ছে । দেশের মানুষ স্বনির্ভর হচ্ছে । এ ধারা অব্যাহত রাখতে হবে ।
অনুষ্ঠানে আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,
স্বেচ্ছায় রক্তদান, ও বৃক্ষরোপণ কর্মসূচি বিকেলে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা । রাতে আলোকসজ্জা।
এতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
What's Your Reaction?