বাংলাদেশ ‌আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 22, 2024 - 18:23
May 22, 2024 - 18:26
 0  6
বাংলাদেশ ‌আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে ‌বুধবার বিকেলে ‌শহরের আলিপুরে অবস্থিত আওয়ামী লীগ অফিস কার্যালয়ে ‌আলোচনা সভা ‌ কেক কাটা ‌ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা সভাপতি কাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি কাজী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসহাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান খান, যুব ও ক্রীড়া সম্পাদক  সৈয়দ শারিক বিন হোসেন, কার্যকরী সদস্য মনিতারা মন্ডল, মিজান তালুকদার প্রমূখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ দেশের আর্থ সামাজিক উন্নয়নে ও বেকার সমস্যা নিরসনে আওয়ামী মৎসজীবী লীগের অবদানের কথা স্মরণ করেন। তারা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী মৎসজীবী লীগের প্রত্যেক নেতা কর্মীকে নিরলস ভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা ‌ফরিদপুরের-১ আসনের সংসদ সদস্য্য এ জেলার কৃতি সন্তান আব্দুর রহমানকে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‌ধন্যবাদ জানান। এর পূর্বে কেক কাটা এবং পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow